এক জীবনে কাছে পেতে চাই
তারে যেন আপন করে পাই
নিজের মতো হয়না পাওয়া তারে
আমি ভালোবাসি যারে ||


নিত্য আমার মনের মাঝে সে দিয়ে যায় হানা
স্বপ্নে এমন কাছে আসুক তাও করি না মানা
দুঃখ সুখে ভাসিয়ে যাক আমায় বারেবারে ||


ভালোবাসা বিরল ব্যাধি শুধু মনের ভেতর জ্বলে
বাহিরে তা যায়না দেখা অন্তর পোড়ে দাবানলে ||


কাছে এসে উড়াল দিয়া শুন্যে সে লুকায়
সে কি তার ভালোবাসা এমনিতে চুকায়
এমন করে দূরে যেতে নিদয় হইলে পারে ||



৩০/০৫/১৮
০১ঃ৩০ রাত