গান হইও কন্ঠে আমার প্রাণ হইও দমে
বুকে জড়াইয়া লইয়ো দুঃখের প্রশমনে
উদাসী হাওয়ায় হইয়ো জলে শোভা ঢেউ
আলো ছায়ার পিরিতি জানে প্রতিবেশী কেউ
আমিও তোমায় ভালোবাসি রটে জনে জনে
নিরজনে রেখো পরাণ উষ্ণ তোমার বুকে
সংসার-সংসার খেলি মোরা দুঃখ-সুখে
এইতো জীবন আমার আশার আয়োজনে
আমি-আমি তুমি-তুমি আমরা হইয়া যাই
মনেতে ফাগুন দোলে সুখের বসন্ত পাই
বিলাশী তারার গান হাওয়ার প্রয়োজনে
১০/০২/১৯
০৪ঃ০০ অপরাহ্ন