আমি তার আমি হতে পারলাম কই
তাকে আমি ভালোবেসে হারলাম কই
সে আমায় হারিয়ে দিলো প্রেমে
ভালোবাসা আছে কি আর আগের জায়গায় থেমে


এক পুরুষে এক নারীতে ভালোবাসা মানা
শত মনে তার বসতি আমার নাই তা জানা
ও মাটি দুই ভাগ হ' পাতালে যাই নেমে


ঘন্টায় যার মন বদল হয় আকাশের যত রঙ
প্রেমের দিব্যি দিলাম তোকে আর করিস না ঢঙ
হাত বাড়িয়ে দিলাম তোকে মন বাড়িয়ে আয়
আমি তোর ছাত্র হবো পীরিতের পাঠশালায়
বেয়াড়া মনটারে তুই বাঁধলি একোন ফ্রেমে


২৮/১০/১৯