তোমার ছলনার জাল আমায় করেছে কাঙাল
নিঃস্ব হয়ে বুঝতে পারি আমি প্রেমিক চিরকাল ||


কোন আবেগে বুকে টেনে কোন দোষেতে ছাড়ো
তুমি তোমার নিয়ম মেনে ইচ্ছে মতো পারো
চতুর চোখে বুঝতে পারো ছেড়ে যাবার কাল ||


চাঁদ উঠেছে আকাশ পানে জোছনা অবিরত
চৈত্র মাসে উতলে উঠে মরা নদীর ক্ষত ||


এখন আমার ঘর সংসার অনেক বড়
লোকে সদা'ই ভয়ে থাকে জড়সড়
তুমি বিহীন ভাবনা আমার আকাশ-পাতাল ||


২৩/০৫/১৮
০১ঃ১০ রাত