আমি কি তবে ফুলের সুবাস হবো
আমি কি তবে বাহারি জোছনা হবো
আমি কি তবে হাওয়ার ছন্দ হবো
আমি কি আমি রবো না তুমি হবো
গলা ছেড়ে গাইবো মধুর গান
ফাগুনে আগুনে রাঙাবো আসমান
কোকিলের কুহু কুহুতান
আমি হই তোমার অভিমান
আরে আরে আরে বারে বারে বারে
কে ধরে কে ছাড়ে তারে আর যারে
নয়নের নয়ন হ'বি তুই
মনের মন কারে কই
বৃন্দাবন লুকিয়ে কোথাও
আবার আড়াল হতে চাও
২৫/০১/২০২০