আমি যারে ফুলের সাথে দেই তুলনা
মনে মনে নিবেদনে কই ভুলনা
সে আমার আকাশ হতে চায় না কভু
চোখে চোখে রাঙিয়ে গগন ইচ্ছে মতন
ছড়িয়ে দিলাম জড়িয়ে নিলাম সকাতর মন
প্রাণের দাবী নিয়মে সায় দেয়না তবু
আমায় হতে তোমায় গড়া মাটি-জলে
বাজলো বাঁশী সুরে সুরে আকাশ তলে
হিম শীতল এক শিহরণে জবুথবু
০৪/১০/১৮
০২:২৩ রাত