আমারে যমুনা তুমি কইয়ো, যদি পারো সেথায় ঢেউ হইয়ো
যমুনার মাতাল জলে, হেলে দুলে নৌকা চলে
একটা ঢেউ চোখের কোনে পারো যদি লইয়ো
আমারে উদাসী হাওয়া দিয়া হৃদয়টা কাড়িয়া
আকাশটারে বুকে ধইরা লইয়ো, মনের কথা কইয়ো
পারো যদি জোয়ারভাটা হইয়ো
আমি নদী তুমিও নদী একই রকম হইতা যদি
মাখামাখি কইরা সাগর পানে ছুটতাম নিরবধি
জীবন নদীর বাঁকে এমন দরদি তুমি হইয়ো
১৯-২০ জুন, ২০১৮