আমার ভাবনা রহিছে মনেমনে
কামনা রহিছে চোখে
দেখেও দেখেনি লোকে


চোখেতে ফুটিছে জল
জল করে টলমল
এ বিরহ না জানি কি অসুখে


হাতে হাত ধরে এক নজরে
কি যে সুখ পাই অনুভবে
চেয়ে চেয়ে দিন করি পার তোকে


২৯/০৯/১৮
০১ঃ০৮ রাত