আমার কলব জানে
তুমি আছো কোনখানে
প্রাণীকুল মশগুল তোমার প্রেমে
ও খোদা ও খোদা ও খোদা


সারা জাহান সৃষ্টির তুমি স্রষ্টা
দয়ার সাগর তুমি পথদ্রষ্টা
যখনই চাইবে সব যাবে থেমে
ও খোদা ও খোদা ও খোদা


সৃষ্টিতে আছো মিশে তুমি নিরাকার
আখেরাতে পেতে চাই তোমার দীদার
সদাশয় দয়াময় বুঝি দমে দমে
ও খোদা ও খোদা ও খোদা


বিচারদিনের নবী হাবীব তোমার
উম্মতের মায়ায় জীবন করে দিল পার
মুখে সদা জপি নাম উপক্রমে
ও খোদা ও খোদা ও খোদা


১৫/০৪/২০২১
১২ঃ৪০ রাত