এই ফোঁটা ফোঁটা জলে লিখিয়া রাখিও
দিবস যাতনা নিশীথ কামনা
আলোয় করো না বিলীন


প্রথম প্রেমে গিয়েছে থেমে
জানা না জানা কতো কিছু
আসেনি তবু আর সেই সে দিন
আলোয় করো না বিলীন


যেদিন গিয়েছে পথে শ্রমে ঘামে বিশ্রামে
হিসেব কি করেছে কেউ
জেনেছে কি কেউ তার দায় দেনা ঋণ
আলোয় করো না বিলীন


০৫/০৫/১৯
০১ঃ৩৭