আকাশ যদি না কাঁদে
তুমি আর আমি কেঁদে কি হবে?
মরুর বালুকা যদি সাগরের জল হয়ে তোমাকেই ভাসিয়ে যেতো
একফোঁটা নোনাজল মিশিয়ে দিয়ে
তার সাথে হয়ে যেতাম আজ একাকার
বলো, আকাশটা কাঁদবে কেনো? না হয়ে আমার!
যদি তারাদের দিনলিপি এই আকাশে
চাঁদের মতো খুব করে জোছনা ঝরাতো
আমি তার নাম ধরে
একবার বহুবার নিজেকে আড়ল করে
ডেকে ডেকে একে একে ক্লান্ত বিকেলটারে
আগবাড়িয়ে ফিরিয়ে দিতাম ঘরে
ফুঁফিয়ে কাঁদবে বলে এই আয়োজন
তুমিও কি কাঁদবে আবার
বলো, আকাশটা কাঁদবে কেনো? না হয়ে আমার!
২৭/০৩/২০২০
০২ঃ৩৫ রাত