আছি সদা কানে কানে চোখ মেলে গানে গানে
সেই তুমি নাই
তোমাতে আমাতে মেলে চিলেকোঠা রোদ পেলে
উড়ে যেতে চাই


বাতাসে কান পেতে দিগন্ত এখানেতে
তোমার দৃষ্টি ছুঁয়ে মেঘের কোনায়
ঝরঝর বৃষ্টি, দেয় নাতো ক্ষান্ত
একা আমি, এত একা কে জানতো?
চিলেকোঠা রোদ পেলে উড়ে যেতে চাই


মনের ইচ্ছেটুকু তোমার প্রেরণা হয়ে
হাতে হাত রেখে চলে কল্পনায়
সেই তুমি কান পেতে আমাকেই শুনেছো
আমার ভাবনা জুড়ে তোমাকেই রেখেছো
এমন স্মৃতিটুকু কি করে হারাই
চিলেকোঠা রোদ পেলে উড়ে যেতে চাই


১২/০২/১৭
০৯:০৭অপরাহ্ন