পাথরের চোখ যায়গো ক্ষয়ে, বেদনারে সাথে লয়ে
এখন আমি নইগো তোমার, আমার নওগো তুমি
আমার চোখে জলেরধারা, বুকটা মরুভূমিll
আমি কি তোমার আছি? আছি কি বেঁচে!
বেদনাতে নীল হলেগো তোমার মুখচ্ছবি
আমার চোখে ভর করেছে আঁধার ঘেরা রবি
আকাশে আজ পিদিম জ্বেলে, আঁধারটাকে দূরে ঠেলে
রচিবো বসন্তবেলা, ফাল্গুনী রঙের মেলা,
বাতাসে শব্দ খেলায় কান পেতে শুনি
আমি কি তোমার আছি? আছি কি বেঁচে!
যায় বয়ে যায় সময়, নিয়মের পরাজয়
ভেবোনা বন্ধু তুমি এ আমার অভিনয়
আমি কি তোমার আছি? আছি কি বেঁচে!
২৬/০৪/১৮
০১:৫৯ রাত