তোমার গাঙে নোঙর করি অচেনা হাওয়ায়
তোমার মতোই বাসি ভালো মনে যখন চায়
তুমি যেমন ভুলে মাতো আমিও তেমন মাতি
একটিবার দেখবো বলে তবুও ওঁৎপাতি
তোমার আছে দু'টি নয়ন আমার একটি মন
দুই দেহ এক মনের ভেতর তোলে আলোড়ন
তুমি আমি জনম জনম একই চলার সাথী
ভালোবাসা স্বভাব তোমার আমারও যে তাই
তোমার মতো বাসবো ভালো এমন কেহ নাই
দুঃখের ঘরে সুখের আলো দৃষ্টি সেথায় পাতি
০৯/১০/২০২২
১২ঃ৫০ রাত