আবার রজনী এলে ভাঙাবো তোমার ঘুম
জোছনায় উঠবো মেতে প্রাণের সঞ্চারে
এমন আবহগীতি ওঠে বেজে চারিধারে
সেই দিন এই এলো আবার গানে
কত দিন কত রাত একই আহ্বানে
কাছে পাই দূরে যাই ভুলিনি তারে
এক রজনী এই যুগলের মন, এসেছে লগন
মেতে উঠি গানে প্রাণে কত আয়োজন
সেই দিন এলে তুমি ভালোবাসা দিও
ঘুমঘুম ভাব করে জড়িয়ে ধরিও
এমন ভাবের যোগান আর কে দিতে পারে
২৪/০৬/১৮
০২ঃ১৮ রাত