তুমি তো জানোনা, আমার এ হাসিতে
কত ব্যথা ঢেকে রেখেছি
তোমারে আমি যে আমার এ বাঁশীতে
কতবার কত ডেকেছি, কত নামে কত ডেকেছি ।।
আকাশে যে রামধনু জাগে
তারে আকাশেই জানি ভাল লাগে
মিছেই আমার হৃদয়ে
তারই রঙে ছবি এঁকেছি ।।
কত নদী মরুতে হারায়,
ছিঁড়ে যায় কত ফুলডোর
না জ্বলিতে নেভে কত দীপ
ওগো সেইটুকু সান্ত্বনা মোর ।
পুড়ে মরে যদি প্রজাপতি
তাতে প্রদীপের কিবা বলো ক্ষতি
তাই নিজেরে লুকায়ে
কত ব্যথা ভুলে থেকেছি ।।