তুমি আমার চিরদিনের সুর,
আমি তোমার চিরদিনের
কাছে আরো এলো যেন দূর,
তুমি আমার চির ঋণের ।
আমায় চিরদিনের সেই গান বলে দাও,
আমার চিরদিনের সেই সুর বলে দাও ।।


যে সুরে রাত ঐ কবিতায় কথা বলে
যে সুরে তারা ঐ ঘুম ঘুম চোখে জ্বলে
যে সুরে বাঁশী শ্রীমতীরে ডাকে আয় আয় ।।
আমায় চিরদিনের সেই গান বলে দাও
আমায় চিরদিনের সেই সুর বলে দাও... ।


যে সুরে জীবনের স্বরলিপি লেখা আছে  
যে সুরে মমতায় দুটি মন আসে কাছে
যে সুরে ঝরা ফুল দেবতার পায় পায় ।।
আমায় চিরদিনের সেই গান বলে দাও,
আমায় চিরদিনের সেই সুর বলে দাও... ।