তোর আঁচলে মমতারই ছায়া
চোখে সজল ঐ মেঘ কাজল মায়া
যে তোর প্রাণেরও দুলাল, যেন বাঁচে কোটি সাল
কই সে সোনা হায়রে ।।


মা গেছে স্বর্গে আমার বাবা জেলে
এতো দুঃখ বলো গো পায় কার ছেলে
যখন বাবার খোঁজে যাই, দেখি ফটকে সেপাই
জেলে ঢোকা দায় রে ।।


দুধের কেমন স্বাদ গেছি ভুলে
কেউ বাসি ভাতও মুখে আমার দেয় না তুলে
আমি টিকিট বিনা খাম, আমার নাই তো কোনো দাম
কে আর আমায় চায় রে ।।


ইচ্ছে করে তোর কোলে মা ঝাঁপিয়ে পড়ি
তোর স্নেহের সুধায় আমার জীবন ভরি
যেন দেখে তোর ঐ মুখ, শান্তি সুখে বুক
শীতল হয়ে যায় রে ।।