তিনি একটি বেল পাতাতে তুষ্ট
আবার মেদিনীকে কাঁপান তিনি যখনই হন রুষ্ট ।।


তিনি হলেন রাজার রাজা
( তার ) ইচ্ছে করেই ভিখারী সাজা
তিনি যে শিব করেন বিনাশ অশিব এবং রুষ্ট ।।


কুসুম কোমল হলেও তিনি বজ্র হতে জানেন
বুঝিয়ে দিলেই বোঝেন তিনি সহজে সব মানেন ।


জটা দিয়ে গঙ্গা ঠেকান
দুঃখীকে যে দয়া দেখান
এই বিশ্বজগৎ বিশ্বনাথের করুণাতে তুষ্ট ।।