তা বলে কি প্রেম দেবে না
যদি মারি কলশীর কানা নেশার ঝোঁকে ।
যগি জগাই মাধাই না থাকতো
তাহলে নিমাইকে কি চিনতো লোকে ।।


পুরানেই তো আছে বলা
সোমরসেতে ভিজিয়ে গলা,
ছুটতো আগুন দ্বিগুণ হয়ে
মহাদেবের তিনটি চোখে ।
তবে কেন মাতাল হলে
কথা ওঠে মর্ত্য লোকে ।।


নানান জ্বালায় জ্বলে মরি
তাই তো একটু নেশা করি,
এমন দোসর কে আছে তার
মানুষেরই দুঃখ শোকে ।
নেশার ঘোরে কি বলতে কি
বলে ফেলি একে ওকে ।।