ওরে সকল সোনা মলিন হোলো
কালো সোনার চেয়ে
আমার মন ভরেছে কোল ভরেছে
যাদুরে মোর পেয়ে ।।
পলকে প্রমাদ গনি
হারালে নয়ন মনি
শত সূর্য্য থাকতে চোখে আঁধার আসে ছেয়ে,
ওরে শত চন্দ্র উদয় হলেও আঁধার আসে ছেয়ে ।।
কে পেয়েছে হেন রতন
এমন মানিক আর কি আছে,
মা ডাকিলে হৃদয় আমার উথলি পাথলি নাচে ।
চোখে চোখে রাখি তাই
ভাবনার শেষ নাই
নিমেষ বরষ হয় চাঁদ মুখে চেয়ে,
ও মোর বরষ নিমেষ হয় চাঁদ মুখে চেয়ে ।।