ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে,  
কাছে সে আসবে তবে কেমন করে ।
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে ।।


মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে ।
আমারই চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে ।।


যেন তার পায়ের নূপুর বাজে রুমঝুম
এতো রাত ভ্রমর কেন করো গুনগুন ।
লক্ষ্মী ভ্রমর চুপ করনা
আসছে সে আজ আমার দ্বারে ।।