ময়ুরপঙ্খী ভেসে যায়
রামধনু জ্বলে তার গায় ।
কোন প্রবালের দ্বীপে ভেসে যাই
যেথা তুমি ছাড়া আর কেহ নাই
এই পরী যেথা গান গায় ।।


সেথা নাই ব্যাথা নাই আঁখি জল
নাই পৃথিবীর এই কোলাহল
সেথা মন শুধু হারাতে যে চায় ।।


শুনি ঐ ডাকে আমায়
রূপকথা ভরা সেই দেশ,
জানিনা কবে কোথায়
এই চলা হবে শেষ ।


কতদূর আর কতদূর
প্রাণে বাজে নিরাশার সুর
মোর ঘুম মাঝি শুধু দাঁড় বায় ।।