কত না নদীর জন্ম হয়
আর একটা কেন গঙ্গা হয় না?
কত না মানুষ জন্ম লয়,
ওরে একটা কেন জাত হয় না?


কত রঙের হয় যে ধেনু
দুধের রঙ তো সাদা,
যে মাটিতে ফলে ফসল,
সেই তো আবার কাদা ।
দুধের সাদা ছাড়া রঙ হয় না,
বাউল গানের জাত হয় না ।।
আর একটা তাই গঙ্গা হয় না।


ভিন্ন বৃক্ষে দু’টি কুসুম,
ফুটলে গো একসাথে
একই পূজায় লাগে তারা,
এক পূজারীর হাতে ।
ওরে ফুলের কোন জাত হয় না
বাউল গানের জাত হয় না ।।
আর একটা তাই গঙ্গা হয় না।।