কত দূরে আর নিয়ে যাবে বলো
কোথায় পথের প্রান্ত ।
ঠিকানা হারানো চরণের গতি
হয় নি কি তবু ক্লান্ত ।।


পিছনের পথে উঠেছে ধূলির ঝড়
সমুখে অন্ধকার
বলো তবে ওগো কবে হবে অভিসার ।
তৃষিত আশারে কোরো না গো তুমি ভ্রান্ত ||


তবুও তো যেতে হবে
কাঁটা বিঁধে পায়ে যদি গো রক্ত ঝরে,
অশ্রুতে মোর তবু হাসি ছুঁয়ে রবে |


প্রদীপের পায়ে প্রজাপতি তার
প্রেম করে গো সমর্পণ,
সে তো মরণের কাছে জীবনের নিবেদন ।
ঝড় চলে গেলে পৃথিবী যে হয় শান্ত ||