কখনো মন প্রজাপতি দোলায় শুধু পাখা,
কখনো মন রামধনুতে সাতটি রঙে আঁকা ।।


এই কথাটি জানো কিগো বলনা ?
আমি যে এক মায়ামৃগ এইতো আমার ছলনা ।
ধরা ছোয়ার বাইরে আমার পালিয়ে শুধু থাকা ।।


একটু শুধু খুশী আর একটু শুধু নেশা
হারিয়ে যাওয়ার সুরে শুধু এ মন আমার মেশা ।


পলাশের স্বপ্ন সুরে জাগে মরমে
কত রঙের ছোয়া লাগে তাইতো মরি শরমে ।
আমিই জানি আপনারে লুকিয়ে কেন রাখা ।।