খুলিয়া কুসুম সাজ শ্রীমতী যে কাঁদে
অলখে রহিয়া কানু, ফুল বেণু সাধে----
আহা বিনোদিনী কাঁদে ||


সুরভি ঝরানো মালা
দিল প্রাণে এ কি জ্বালা,
যার লাগি হারাল কূল তারে কি দিয়ে গো বাঁধে---
বিরহিণী কাঁদে, শ্রীরাধিকা কাঁদে ||


অঙ্গের লাবণি হল নয়নের জল,
প্রেমের যমুনা কূল হয়েছে কি ছল ।


সে যে শুধু ফুলবাণে পরান বিঁধিতে জানে
বিষভরা ফুলবাণে এ কি জ্বালা দিল প্রাণে,
কলঙ্কিনী হল যে নাম কি বা অপরাধে...
হায় বিনোদিনী কাঁদে, বিরহিণী কাঁদে
মরমী যে কাঁদে, শ্রীমতী যে কাঁদে ।।