যদি কাঁদতে পারতাম
তবে একটা বর্ষা হয়ে যেতো ।।
যদি কাঁদতে পারতাম
তবে একটা নদী বয়ে যেতো ।


যদি হাসতে শিখতাম
তবে তো কোনো বসন্তকে দেখতে
যদি চলতে পারতাম
তবে কি আর অন্য পথে বেঁকতে
যদি বলতে পারতাম
এই মন কি মনেই রয়ে যেতো ।।


যদি জানতে চাইতে
তবে আমার স্বপ্নটাকে বুঝতে
যদি জ্বলতে পারতাম
তবে কি আর অন্য প্রদীপ খুঁজতে
যদি ভুলতে পারতাম
এই মনটায় আঘাত সয়ে যেতো ।।