যদি ডাকো এপার হতে
এই আমি আর ফিরবে না,
আমার খেয়া তোমার কূলে
আর কখনো ভিড়বে না ।।
নিরুদ্দেশে যাত্রা করে
কবে বলো কেই বা ফেরে,
মিলনমালা যদি ছেঁড়ে
মায়ার বাঁধন ছিঁড়বে না ।।
কাছে আছি তাই তো আমার
নেই তো কতোনো দাম,
তোমার ব্যথায় মুখর হবে
তোমার দেওয়া নাম ।
যায় যদি দিন প্রহর গুনে
মর্মে স্মৃতির অশ্রু লয়ে,
তবু এ প্রেম আঁধার হয়ে
প্রদীপ তোমার ঘিরবে না ।।