যে বাঁশি ভেঙে গেছে
তারে কেন গাইতে বলো?
কেন আর মিছেই তারে
সুরের খেয়া বাইতে বলো ।।
আজ সোনার খাঁচায় বন্দী পাখির
কণ্ঠে যে নেই সুর,
আজ যেন সেই বনের
ছায়া সে তো অনেক দূর ।
তাকে হারিয়ে যাওয়া ফাগুনেরে
ফিরে কেন চাইতে বলো ?।
একদা সুরে সুরে দিতো যে হৃদয় ভরে
দেখো তার গানের বীণা ধূলায় পড়ে ।
আজ সব হারানোর নীরব ব্যথায়
কাঁদে গো যার প্রাণ,
বলো ওগো কেমন করে
গাইবে সে তার গান ।
মিছে ফাগুন বেলার হাসিতে তার
সুরের ভুবন ছাইতে বলো ।।