ঘর সংসার সবাই তো চায়
কজনের আর মেটে আশা ,
টাকা থেকেও সবই ফাঁকা
সখি না যদি পাও ভালবাসা ।।
পেয়েছে যে প্রেমেরই স্বাদ
ও সে চায়না মহল চায়না প্রাসাদ ,
কুড়ে ঘরেই স্বর্গ যে তার
ভালোবাসার ভালোবাসা ।।
ভালোবাসা সাগর হয়ে দেয় ফিরিয়ে শুধু,
প্রেম বিনে জীবন যেন তপ্ত মরু ধূধূ ।
বেসেছে যে শুধুই ভালো
ও তার হাসিতে ম্লান চাঁদের আলো,
ভালোবাসার ছোঁয়া পেয়ে হায়
বোবা মুখেও ফোঁটে ভাষা ।।