ফুলপাখি বন্ধু আমার ছিল,
আর মেঘ নদী বন্ধু আমার ছিল
তারা কোথায় গেল, কোথায় গেল
হারিয়ে কোথায় গেল, কোথায় হারিয়ে গেল ॥


চাঁদ তারা বন্ধু আমার ছিল,
আর ঝর্ণা পাহাড় বন্ধু আমার ছিল----
কোথায় বা সেই সোনা রোদের দিন,
কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন ।
কে যে আমায় অমন করে কেড়ে যে আজ নিল,
ওরা সব কোথায় গেল  ॥


কোথায় বা সেই জোনাক জ্বলা রাত
ওদের সাথে সুখ-দুঃখের গল্প বলা রাত,
তবে কিগো ওরা আমায় পর করে আজ দিল,
ওরা সব কোথায় গেল ।।