এমন বন্ধু আর কে আছে তোমার মত মিষ্টার
কখনো বা ডারলিং কভু তুমি জননী,
কখনো বা স্নেহময়ী সিস্টার ||
চলে গেলে ---- যেতে দাও,
হয়তো কখনো যদি দেবদাস হয়ে কেউ
বুকটাতে অকারণ চোট পায়
পার্বতী নামে কেউ ছিল তার জীবনে
একটি পেগেই, হু হু বাবা, একটি পেলেই সে যে ভুলে যায় মিষ্টার।।
প্রেয়সীরা আজকাল বলেনাতো ভালবাসি
বলে শুধু শাড়ী দাও টাকা দাও
দাও দাও দিয়ে যাও,
গ্লাসকে প্রিয়া ভেবে যত খুশী তার সাথে
প্রাণ খুলে ভক্ ভক্ করে যাও,
খরচা নাই----ও মিষ্টার ||
কান হলো ঝালাপালা, অনাহারে শিশু কাঁদে
শেষ নেই আজ এই কান্নার
বোতলের গুণে জানি----- মাতাল এ মনটার
. বাজবে না কারো কোন হাহাকার ।।