এ রাতের নাই তুলনা
কখনো বা গন্ধে, কখনো আনন্দে
কবিতারই ছন্দে ---- বলে ভূলো না ।।
দুটি আঁখি পাতা যেন ঘুমে মাখা
নেশাতে যে মেশা কানে কানে ডাকা
মুখে কথা আধো লাজে বাধো বাধো
যে বাঁধনে বাঁধো---- তারে খুলো না ।।
শুধু মাঝে মাঝে বাজু বন্ধ বাজে
আবেশে যে কাঁপে ভীরু ভীরু লাজে
লগ্ন যে হলো, লোক লাজ ভোলো
দোলো বধূ দোলো ---- দোলে ঝুলনা ।।