এই রাত দুপুরে দুষ্টু বাঁশি বাজে,
বাঁশি মধুর মধুর বাজে----
তবু তোমার ওই লজ্জা ভাঙে না যে ||
এবার চুপটি করে ঘরের কপাট খোলো,
দাঁড়ের টিয়া, তাকেই শুধু বোলো---
‘এ কি আমার হলো ?’
ঘরে থাকা আর কি বলো সাজে ||
লোকে না হয় অনেক কথাই ক’বে,
কলঙ্কেরই ভয় কি বলো তবে---
যেতেই যদি হবে |
ভালোবেসে ভয় কি লোকলাজে ||