এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার, শুধু দু'জনের।।


এই রাত শুধু যে গানের
এই ক্ষণও এ দুটি প্রাণের, কুহু কুজনের।।


তুমি আছো আমি আছি তাই,
অনুভবে তোমারে যে পাই, শুধু দু'জনের।।