এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ।।


যূথী-বনে এই হাওয়া
করে শুধু আসা-যাওয়া,
হায় হায় রে দিন যায় রে
ঘরে আঁধারে ভুবন ।।


শুধু ঝরে ঝরো ঝরো আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন ।


আজ আমি ক্ষণে ক্ষণে
কী যে ভাবি আনমনে,
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন ।।