এবার মলে সুতো হবো,
তাঁতির ঘরে জন্ম লবো ।
পাছা পেড়ে শাড়ী হয়ে দুলবো তোমার কোমরে ।
তোমরা যে যা বল আমারে ।।


এবার মলে মাটি হবো,
কুমোর বাড়ি জন্ম লবো ।
কলসী হয়ে ছলাক্ ছলাক্ দুলবো তোমার কোমরে ।।
তোমরা যে যা বলো আমারে...


হবো কাঁখে রূপোর বিছে,
নইলে জীবন হবে মিছে ‌।
বুঝবে বধূ কি যে জ্বালা, সেই বিছেরই কামড়ে ।।
তোমরা যে যা বল আমারে...


রাগ করোনা প্রাণেশ্বরী,
চাও কি আমি প্রাণে মরি ।
কাজল হয়ে রাখবো ধরে, দুটি চোখের ভ্রমরে ।।
তোমরা যে যা বলো আমারে...