এ মন আমার হারিয়ে যায় কোনখানে
কেউ জানে না শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানেনা, কেউ জানেনা মন জানে ।।


আকাশ বলে আয়ের ছুটে, আয় ছুটে
ফুল বলে তুই আমার মধু নে লুটে
মিষ্টি পাখির গান দেয় যে ভরে প্রাণ
বাজে বাঁশি পাইন পাতায় ।
কেউ জানেনা কোথায় আমার মন টানে ।।


মেঘ বলে ওই আমার সাথে চল ভেসে
গান শুনে যা ঝর্ণা যে ওই কয় হেসে
প্রাণে কিসের ঢেউ জানেনা তো কেউ
বনফুলে জমেছে যে মৌ ।
নিষেধ বাঁধার বাঁধন কি আর মন মানে ।।