এ মধুরাত শুধু ফুল পাপিয়ার
এ মায়ারাত শুধু তোমার-আমার ।।
মায়াবী চাঁদের সনে
চামেলী জাগিছে বনে
ফাগুন খুলিয়া দিলো প্রাণের দুয়ার ।।
দু'টি হিয়া চুপি চুপি এলো কাছাকাছি,
প্রেম বলে দু'জনার মাঝে আমি আছি ।
হৃদয়ের এই চাওয়া
নিবিড় করে পাওয়া
এ-জীবনে কোনোদিন নহে ভুলিবার ।।