দেখনি কি পাথরেও ফোটে ফুল,
ভুল করেও মধুর হয় সে ভুল ।।


দেখেছ কি বরষার ফাঁকে,
জোছনার চোখ জলে ভরে থাকে,
দেখোনি কি সেই দুটি চোখ জানাতে ব্যাকুল ।।


লোকে যারে মরীচিকা বলে,
ভেবেছো কি তারও বুকটা যে জ্বলে ।


জানো না কি ফল্গুর রেখা,
কখনো তো চোখে যায় না গো দেখা,
বুঝো নাকি ঝড়ে ভাঙা তরী শুধু পেতে চায় যে কূল ।।