বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুন গুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয় ।।
এ কি তবে রূপময় অপরূপ দিলো ডাক
স্বপনের সমারোহে বেলা আজ কেটে যাক
সুর আর সুরভীতে উন্মনা মন
যেন তারই সাড়া পায় ।।
চম্পা বকুলের ভাঙে ঘুম,
চঞ্চল হোলো আজ ফাল্গুন
কার সে চরণের সুর বাজে রুমঝুম ।
রঙে-রূপে জানি না এ সুন্দর নীলাকাশ
সে কি তবে এ জীবনে মধুরের উপহাস
তার ফুল বাঁশরীতে এই আমি
আপনারে যেন খুঁজে পাই ।।