আমি যামিনী তুমি শশী হে
ভাতিছো গগন মাঝে ।
মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে ।।
তোমায় হেরি গো স্বপনে শয়নে
তাম্বুর রাঙ্গা বয়ানে,
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে ।।
তুমি যে শিশির বিন্দু
মম কুমুদীর বক্ষে,
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে ।
তুমি অগণিত তারা গগনে
প্রাণবায়ু মম জীবনে,
তব নামে মম প্রেম মুরলী
পরাণের মাঝে বাজে ।।