যদি আর ফিরে নাহি আসি
(সেদিন) যত তুমি বল 'ভালবাসি'
কি হবে গো পথ চেয়ে থেকে  ।।


শুকনো ফুলের মালাখানি
তুলে রেখ তবে প্রেম বাণী
ভুলে থেকে নাম এ আমারি
আবার কেন গো রোনাজারি ।।
কেন বৃষ্টি ঝরাও চোখে
তোমার ও মুখখানি ঢেকে ।


তোমার পৃথিবী আমি বিনা
যদি ফিকে লাগে তবে সবি
মুছে দিও আছে যত স্মৃতি
মিছে এঁকোনা আমারি ছবি ।।


শেষ দেখা হয়ে গেছে শেষ
কেন তবে ফিরে তুমি আসো
কেন মিছেমিছি বন্ধুগো
আমায় আবার ভালোবাসো ।।
আমাকে আবার ফিরে পেতে
কেন তুমি যাও পিছু ডেকে ।