অনুরোধ করি সই/ এসো না মন পাড়াতে/
কেউ আর কোনদিন / ঘুরতে
প্রিয়া ছাড়া ভাঙা মন/ কেউ পারবে না আর/ জুড়তে ।।
চোখ বলে পারব না / আর আমি যে কাঁদতে
পাড় ভাঙা নদী তীরে / পারি না ঘর বাঁধতে।।
চাই না রে আর কেউ / আসুক এ হৃদয়টা/
ছলনার আগুনেতে/ পুড়তে ।
ছলনায় ছেঁড়া বুক/ জীবনের সেরা সুখ
বেঁচে আছি আমি তাই /নিয়ে
চাই না তো কেউ আর/ আমাকে গো বারবার
যাক ব্যথা উপহার /দিয়ে ।।
মনের দ্বারেতে তালা/ দিয়ে চলে গেছে বালা
শোকে বোবা হয়ে গেছি /তাই
এখন সে প্রিয়া বিনে/ এই বোবা ভাষা শুনে
বোঝার মত তো কেউ/নাই ।।
তাই আবার নতুন/ করে আমি এই বুক
কাউকে দেব না আর / খুঁড়তে।