ভালোবেসে সুখ নেই
ভালোবাসা কষ্টের
ভালোবেসে সুখি কে রে ?
ভালোবাসা নষ্টের ।।


আমি নষ্ট কষ্ট
ধরেছিরে এই বুকে
বিষম প্রেমের বিষে
মরছিরে ধুকে ধুকে ।।
সুুখ জীবনে নেই রে
কোন পথ ভ্রষ্টের ।


প্রেমে আছে এত জ্বালা
বুঝেও বোঝেনি মন
জ্বলে পুড়ে অন্তর
বুঝে গেছে রে এখন ।।


ভুল করেও  এ পথে
পুড়িয়া মরিতে আর
কেউ না আসে যেন রে
কেঁদে করি চিৎকার ।।
কালো দাগ দেখি শুধু
চোখে অস্পষ্টের ।