ভালোবাসা সে তো মরিচীকা
জানি পাওয়া হবে না গো হৃদয়
তবুু ভালোবাসতে চায় ওরে মন
জানি ভালোবাসা জানেনা ভয় ।।
তোমায় পাওয়ার আশা সে তো নেই
এ হৃদয়ের ভাষা বুঝলেনা গো
ঘুমিয়োনা বন্ধু তোমার সব রাত
তারার সাথে না হয় একটু জেগো ।।
তোমায় ছুঁতে চাই নি দূরে থেকেই
দেখব সখি পোড়া প্রেম কারে কয় ।
যমুনার জল জানে গভীর কত
কত দূরে আছে অতলের তল
পাগল এ মন জানে কষ্ট কত
জানে প্রেমের পরিণাম তো অনল ।।
চাইনি তোমার আদর কি বা সোহাগ
একটু শুধু করো দয়া আমায়
এ জীবনকে তুুলতে পারি যেন
আমি তোমারি নাম লেখা প্রেম নায় ।।
আমার এ প্রেম কাঁদতে শিখেছে রে
(জানি)প্রেমে মিলনই তো শেষ কথা নয়।