আমার)প্রেমে পোড়া হৃদয় রাখিস
বন্ধু তোরা মমি করে
যেন) হাজার বছর দ্যাখে মানুষ
ভালোবাসার জাদুঘরে ।।


আমার)হৃদয় পোড়া গন্ধ শুকে
যদি ফেরে কাহারো হুশ
প্রেম পরিণাম বুঝে প্রেমিক
হয়রে যদি আবার মানুষ।।
বেঁচে গেলে একটি হৃদয়
তবু)আমি শান্তি পাব মরে।।


পোড়া প্রেমের গল্প লিখিস
বন্ধু তোরা ইতিহাসে
সে) গল্প পড়ে কোন প্রেমিক
আর না যেন ভালোবাসে ।।


আমার)প্রেমের ফসিল দেখবে মানুষ
দিস পাহাড়া সে সময়
দেখিস)পাষানী কেউ না যেন
পোড়া)হৃদয় আমার নাহি ছোঁয় ।।
জানিস)ছুঁয়ে দিলেই বাড়বে জ্বালা
আমার পোড়া এ অন্তরে ।