প্রিয়া) তুমিহীনা/আমি প্রাণহীন/এক দেহ
তুমি ছাড়া /বাঁচাতে পার/বেনা কেহ ।।
ফিরে এসো /ফিরে এসো/ দেখে যাও
তুমি বিনা/এত সহজের/ এ মরণ
ফেলে যাও রে/ আমার কাছে/ তোমারি
এত চাওয়া/এত পাওয়ার/শেষ চরণ ।।
না হয় দিলে/যাবার বেলা/একটু স্নেহ ।
তোমায় দেখার/সুখ নিয়ে চায়/মন মরতে
একটু তৃপ্তি /চাইতেই পারে/আমার চোখ
শেষ চাওয়াটা/করতে পূরণ/আসবে কি
নাকি)দূরে থেকেই/জানাবেরে/শুধু শোক ।।
সমাধিতেই/আসবে কি রে/ফেলতে জল
তবে) চেয়েছি যা/দেবে কি তা/মরণে
জীবনের সুখ/মরনের পর/পেয়েরে
তৃপ্তিতে সই/ঘুমাব প্রেম/স্বরণে ।।
তোমার)
চরণ ছোঁয়ায়/ধন্য হবে/মরণ গেহ ।