আমি তোমায় /তো রাখি গো /মনে
যতই থাকি /কাজে
আমি আছি /লুকিয়ে তো/ বধূ
তোমার হৃদয় /মাঝে ।
তোমারি চো/খেরি পাপড়ি
ভোলাতে পা/রে নাই চাকরি
সদা) রাখে মনে/ সময়ের স্বর
তোমায় ভোলার /নেই অবসর ।।
পথে যেতে/চোর কাঁটাটি /হয়ে
বিঁধে থাকি/ তোমার শাড়ীর /ভাঁজে ।
চুলোতে জ্ব/লে কি আমার /স্মৃতি
হাড়িতে দ্য/খো কি মুখটি/মধুর
ভালোবাসার/চোখ পড়ে কি/আয়নায়
গয়নায় বাজে/কি আমারি /সে সুর ।।
তোমায় দেখে /দেখে ঘুমাই
স্বপ্ন মাঝেও/ তোমারে পাই
সারাটাদিন / ভালোবেসে
তোমার কাছে / ফিরে যে যাই ।।
তোমাকে বু/কে বেঁধে রে
চলছি আমি / সকাল সাঁঝে।